অস্ত্রসহ জেএসএস কর্মী আটক
রাঙামাটির সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়িতে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা ও সামরিক পোশাক উদ্ধারসহ নির্ভীক চাকমা (৩০) নামে এক জেএসএস কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার ভোরে পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনীর এক যৌথ অভিযানে উপজেলার দূরছড়ির খাগড়াছড়িপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটক নির্ভিক চাকমা নিজেকে জেএসএসের সক্রিয় কর্মী হিসেবে স্বীকার করেছে বলে জানিয়েছে সেনাসূত্র।
পুলিশ ও সেনাসূত্র জানায়, আটক নির্ভীক চাকমা দীর্ঘদিন ধরে ওই উপজেলার দুর্গম এলাকা দূরছড়ি, খিরাচড়, বটতলা, সারোয়াতলী, খাগড়াছড়িপাড়াসহ বিভিন্ন এলাকায় চাঁদা কালেক্টরের দায়িত্ব পালন করে আসছিলেন এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে যৌথবাহিনী।
অভিযানে ব্যাপক তল্লাশির এক পর্যায়ে নির্ভীক চাকমাকে আটক করতে সক্ষম হন তারা। এ সময় নির্ভকি চাকমার কাছ থেকে একটি এলজি পাইপগান, দুইটি পিস্তল, ১০ রাউন্ড পিস্তলের গুলি, দুইটি শর্টগান, তিনটি মোবাইল সেট, ৮টি কার্তুস, ৪ সেট সামরিক পোশাক, চাঁদা আদায়ের রশিদ বই, নগদ টাকা ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।
সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নির্ভীক চাকমা জানিয়েছে সে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)’র রাজনীতির সঙ্গে জড়িত। সে বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বেশ কয়েকটি বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়দের কাছ থেকে চাঁদা কালেকশনের পাশাপাশি সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনা করত।
বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরী ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানটি যৌথবাহিনী দ্বারা পরিচালিত হয়েছে। সেখানে সেনা, বিজিবি, আনসার ও পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযান শেষে অস্ত্রসহ আটক নির্ভীক চাকমাকে প্রথমে মাইনিমুখ আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে বিকেলে বাঘাইছড়ি থানায় হাজির করা হবে। এরপর তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে চালান দেয়া হবে।
সুশীল প্রসাদ চাকমা/এফএ/পিআর