ঝড়ে গাছচাপা পড়ে নারীর মৃত্যু
বাগেরহাটে ঝড়ো বাতাসের সময় গাছের নিচে চাপা পড়ে গীতা দত্ত (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাঠি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গীতা দত্ত সদর উপজেলার কররী গ্রামের মৃত গবিন্দ দত্বের স্ত্রী।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম জানান, গীতা দত্ত চুলকাঠি বাজারের রাস্তার পাশে একটি ঝুপড়ি ঘরে বাস করতেন। সকালে বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস শুরু হলে তার ঘরের উপর গাছ ভেঙে পড়ে। এসময় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
প্রসঙ্গত, বাগেরহাটসহ উপকূলে তিন নস্বর সর্তক সংকেত থাকায় বুধবার রাত ২টার দিকে প্রবল দমকা হাওয়া শুরু হয়। রাত থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত থেমে থেমে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারি বর্ষণ হয়। এতে জেলার নিন্মাঞ্চলে বসবাসকারী অসংখ্য মানুষের ভোগান্তি বেড়েছে। আনেক স্থানে গাছপালা উপড়ে অর্ধশতাধিক কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রাত থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের কষ্ট তীব্র হয়ে ওঠে।
বাগেরহাট সদরের ইউএনও আরও জানান, পুরাতন বাগেরহাট-রুপসা সড়ক, রামপাল বাগেরহাট সড়কসহ কয়েকটি রাস্তায় গাছ পড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। প্রশাসনের লোকজন সকাল থেকে স্থানীয়দের সঙ্গে নিয়ে রাস্তার উপর পড়ে থাকা গাছ সরাতে কাজ করছে।
শওকত আলী বাবু/এফএ/এবিএস