বৈরী আবহাওয়ায় মংলা বন্দরে পণ্য লোড-আনলোড বন্ধ


প্রকাশিত: ১০:৫২ এএম, ১০ আগস্ট ২০১৬

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৌসুমি নিম্নচাপের কারণে বাগেরহাটের মংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহল রয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকায় বন্দরে পণ্য লোড-আনলোড বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক কাজী মোক্তাদির হোসেন বলেন, মংলা বন্দরে বর্তমানে ক্লিংকার, সার, কনটেইনারবাহীসহ মোট সাতটি জাহাজ রয়েছে।

mongla

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, বর্ষা ও ঝড়ো হাওয়ার কারণে ক্ষয়-ক্ষতি রোধে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া গাছ চাপায় নিহত নারীর পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

জেলা কালেক্টরেট ভবনের তিনটি ব্লকের ছয়টি কক্ষে পানি পড়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মংলা বন্দর কর্তৃপক্ষ বুধবার সকাল থেকে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে পণ্য লোড-আনলোড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শওকত আলী বাবু/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।