পুলিশের ধাওয়ায় বৃদ্ধের মৃত্যু : ডিবির এসআই ক্লোজড


প্রকাশিত: ০২:০৭ পিএম, ১১ আগস্ট ২০১৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) ধাওয়ায় সাতির মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মৌলভীবাজার ডিবির এসআই নজরুল ইসলামকে ক্লোজড করে পুলিশ লাইন পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সাতির মিয়ার ছেলে এলাকায় ইয়াবা ব্যবসা করছে-এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় পুলিশ সাতির মিয়াকে ধাওয়া দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।