বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৫

বগুড়ায় যাত্রীবাহী বাস ও পাথর বোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে নয়মাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুজন ও সাইফুল ইসলাম। অন্য একজনের পরিচয় এখনো জানা যায়নি। তবে এরা সবাই ট্রাকের আরোহী ছিলেন। এ ঘটনায় আহত ট্রাকচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে গাইবান্ধাগামী সৈকত পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নিয়ন্ত্রণহারা পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। দিনাজপুর থেকে পাথর নিয়ে ধুনটগামী ট্রাকটিতে আরোহী ছিলেন চারজন। সংঘর্ষে ট্রাকের কেবিন দুমড়ে মুচড়ে গেলে চালক ছাড়া বাকি সবাই মারা যান।

ফায়ার সার্ভিসের বগুড়া স্টেশন মাস্টার রফিকুজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়ে কেবিন কেটে নিহতদের লাশ উদ্ধার করা হয়।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। তবে বাসযাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।