খালেদার বাবার বাড়িতে আ.লীগের কাঙালি ভোজ


প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৫ আগস্ট ২০১৬

জাতীয় শোক দিবসে ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাবার বাড়ির উঠানে কাঙালিভোজের আয়োজন করেছে আওয়ামী লীগ। এ সময় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার দুপুরে ওই বাড়িতে প্রায় পাঁচ হাজার দুস্থ লোকের মাঝে কাঙালিভোজ বিতরণ করা হয়। দিবসটি পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন নাসিম, বিশেষ অতিথি ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চাচা সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন সামু বক্তব্য রাখেন।


জহিরুল হক মিলু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।