শরীয়তপুরে অটোরিকশা ও বাস শ্রমিকদের সংঘর্ষে আহত ২৫


প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৫ আগস্ট ২০১৬

শরীয়তপুরে অটোরিকশা ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। এ সময় ২০টি অটোবাইক ও পাঁচটি বাস ভাঙচুর করে শ্রমিকরা।

সোমবার দুপুর দেড়টার দিকে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার প্রতিবাদে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ দিয়েছে শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে পৌরসভার মনোহর বাজার মোড়ে গাড়ি পার্কিং করা নিয়ে অটোবাইক সুপার ভাইজার ও বাসের সুপার ভাইজারের মধ্যে দ্বন্দ্ব হয়। এ সময় অটোবাইকের সুপার ভাইজার বাসের সুপার ভাইজারকে মারধর করে।

এ খবর ছড়িয়ে পড়লে বাস শ্রমিকরা পৌরসভার প্রেমতলা, রাজগঞ্জ, চৌরঙ্গীর মোড় এলাকায় অটোবাইক ভাঙচুর শুরু করে। এ সময় প্রায় ২০টি অটোবাইক ভাঙচুর করে বাস শ্রমিকরা। অন্যদিকে পাঁচটি বাসের গ্লাস ভাঙচুর করে অটোরিকশা শ্রমিকরা।

Shariatpur

পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে মারুফ হোসেন, জসিম ও কামাল হোসেন নামে তিনজন অটোবাইক চালককে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এই ঘটনার প্রতিবাদে দুপুর দেড়টা থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

শরীয়তপুর আন্তঃজেলা অটোরিকশা, অটোবাইক মালিক, শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. শাজাহান মাঝি বলেন, গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে মনোহর বাজার মোড়ে সুপার ভাইজারদের মধ্যে মারামারি হয়। ক্ষিপ্ত হয়ে বাস শ্রমিকরা শহরের বিভিন্ন জায়গায় প্রায় ২০টি অটোবাইক ভাঙচুর করে।

শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বলেন, শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের জের ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। অটোবাইক শ্রমিকরা আমাদের পাঁচটি বাস ভাঙচুর করেছে। বিষয়টি  সুরাহা হলে বাস চলাচল শুরু করা হবে।

এ ব্যাপারে পালং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, শ্রমিকদের সংঘর্ষ নিয়ন্ত্রণ করা হয়েছে। বাস চলাচল স্বাভাবিক করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

মো. ছগির হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।