বরগুনা জেলা বিএনপির সভাপতিসহ ১৫ নেতাকর্মীর জামিন


প্রকাশিত: ১০:২৫ এএম, ১৭ আগস্ট ২০১৬
প্রতীকী ছবি

নাশকতার মামলায় বরগুনা জেলা বিএনপির সভাপতি মো. মাহবুবুল আলম ফারুক মোল্লাসহ ১৫ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাসানুজ্জামান এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ মার্চ গভীর রাতে বরগুনার কাঠপট্টি এলাকায় একটি বিআরটিসির বাসে আগুন দেয়ার ঘটনায় জেলা বিএনপি সভাপতি মো. মাহবুব আলম ফারুক মোল্লা ও সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামসহ ৪০ জন এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে (মামলা নং- ১৫/১৬ একটি মামলা দায়ের করা হয়।

সাইফুল ইসলাম মিরাজ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।