তেঁতুলিয়ায় বজ্রপাতে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বজ্রপাতে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
বুধবার বিকেলে তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- হাকিমপুর গ্রামের তাহেরুল ইসলামের ছেলে আজিমুল হক (৩০) এবং হায়দার আলীর ছেলে মো. শাহরিয়ার (১১)। শাহরিয়ার স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
আহত আলাল হোসেন, আব্দুল মজিদসহ তিনজনকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামের একটি পুকুরে ৬-৭ জন মাছ ধরছিল। এ সময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ডবেগে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেয়ার পথে আজিমুল ও শাহরিয়ারের মৃত্যু হয়।
তেঁতুলিয়ার তিরনইহাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
সফিকুল আলম/এএম/পিআর