শরীয়তপুরে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ


প্রকাশিত: ০৭:১১ এএম, ১৮ আগস্ট ২০১৬
প্রতীকী ছবি

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মিলনমুন্সী কান্দির বাগান বাড়ি গ্রামে ১৪ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।

বুধবার সকাল ১০টায় এ ঘটনা ঘটলেও ধর্ষণের শিকার ওই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃস্পতিবার তাকে চাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার কাচিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মিলন মুন্সি কান্দির বাগান বাড়ি গ্রামে জানাউল্লাহ্ বেপারীর ঘরে নিয়ে বাকপ্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করে একই গ্রামের মৃত আমানুল্লাহ্ ফকিরের বখাটে ছেলে লতিফ ফকির।

বৃস্পতিবার ওই কিশোরীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে চাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে স্থানীয় মাতবরগণ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন।

ওই কশিোরীর মা ধর্ষক লতিফ ফকিরের বিচার দাবি করে বলেন, মেয়ের অবস্থা খারাপ দেখে তাকে চাঁদপুরে নিয়ে যাচ্ছি।

সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনঞ্জুরুল আখন্দ জানান, এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসেনি। ব্যাপারটি দেখা হবে।

ছগির হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।