বাংলাবান্ধা সীমান্তে রাখি বন্ধন উৎসব
ভারতের উন্নতম উৎসব রাখিবন্ধন উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও সুকানি সীমান্তে বিজিবি সদস্যদের হাতে রাখি ও ভাই ফোটা পরিয়ে দেন বিএসএফের নারী সদস্যরা। এসময় বিজিবির পক্ষ থেকে তাদের নানা উপহারসহ মিষ্টিমুখ করানো হয়।
বৃহস্পতিবার সকালে বিএসএফের আমন্ত্রণে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের সুকানি সীমান্তে এবং দুপুরে বাংলাবান্ধা ইউনিয়নের ফুলবাড়ী সীমান্তে এই রাখিবন্ধন উৎসব পালন করা হয়।
ভারতের ফুলবাড়ীতে রাখিবন্ধন উৎসবে ১৮-বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি এটিএম কামরুজ্জামান শাহান শাহসহ চেম্বার নেতা এবং ভারতের পক্ষে পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী জেমস খুজুর, শিলিগুড়ি বিএসএফের ডিআইজি আরসি সিংসহ শিলিগুড়ি চেম্বারের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী বাসিন্দারাও অংশ নেন।
পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী জেমস খুজুর বলেন, আজ আমাদের আনন্দের দিন, সুন্দর দিন। আমরা এপার-ওপার যেখানেই থাকি ভালোবাসা যেন বজায় থাকে। আমরা প্রতি বছর যেন এমন রাখিবন্ধন উৎসবের আয়োজন করতে পারি সেই চেষ্টা থাকবে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ বলেন, ভারতের আমন্ত্রণে আমরা এই উৎসবে অংশ নিয়েছি। প্রতিবছর এমন অনুষ্ঠান দুই দেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
সফিকুল আলম/এআরএ/এবিএস