ফল খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৯ আগস্ট ২০১৬
প্রতীকী ছবি

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর গোয়াল বাথান গ্রামে ২য় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় শামিম হোসেন দাড়িয়া নামে এক ট্রলিচালককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামিম সুরেশ্বর গোয়াল বাথান গ্রামের আউয়াল দাড়িয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ট্রলিচালক শামিম হোসেন নুনতা ফল খাওয়ানোর কথা বলে ওই শিশুকে পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে। সেই ঘটনায় শুক্রবার ১০টায় নড়িয়া থানায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে শামিমকে গ্রেফতার করে পুলিশ। এদিকে গুরুতর আহত হয়ে ধর্ষণের শিকার শিশুটি শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া বলেন, ধর্ষণের ঘটনায় নড়িয়া থানায় একটি মামলা হয়েছে। মামলা হওয়ার পরপরই ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. ছগির হোসেন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।