নড়াইলে বিশেষ অভিযানে গ্রেফতার ২৯
নড়াইলে বিশেষ অভিযানে বিএনপি- জামায়াতের ৬ নেতাকর্মীসহ ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নড়াইল পুলিশ কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, পুলিশের অভিযানে সদর থানায় ১৩ জন, লোহাগড়ায় ছয়জন, কালিয়ায় ছয়জন ও নড়াগাতী থানায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী শরিফুল ইসলামসহ চারজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে চারজন বিএনপি ও দুইজন জামায়াতের নেতাকর্মী রয়েছেন।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম জানান, হরতালে নাশকতার আশঙ্কায় সদর থানায় বিএনপি-জামায়াতের তিনজন, লোহাগড়ায় একজন এবং কালিয়া থানায় দুইজনকে আটক করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযোগ ও মামলার এজাহারভুক্ত আরও ২৩ আসামীকে গ্রেফতার করা হয়।
এআরএস