চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ২২ জানুয়ারি ২০১৫

চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর সোয়া ৫টায় এ ঘটনা ঘটে।

চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নন্দন চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।

এতে অফিসে থাকা আসবাবপত্র ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এএসআই।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।