ঋতুর জীবনে কাল হলো কিরণমালা
সব কিছু বাদ দিলেও কিরণমালা দেখা বাদ দেয়া যাবে না। তাই প্রতিবেশীদের সঙ্গে দল বেধে কুষ্টিয়ার খোকসার চকহরিপুর গ্রামের খলিলুর রহমানের স্ত্রী পাশের একটি দোকানে কিরণমালা দেখতে যান। আর তার দুই মেয়েকে রেখে যান ঘরে আটকে।
এদিকে রাত পৌনে ৯টার দিকে হঠাৎ খলিলের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। এ সময় খলিলের দুই মেয়ে ঘরে ঘুমিয়ে ছিল। বড় মেয়ে সাইমা (১০) জানালা দিয়ে বেরিয়ে আসতে পারলেও বেরোতে পারেনি ছোট মেয়ে ঋতু (৭)।
সাইমা বাইরে গিয়ে চিৎকার করতে থাকলেও তার মা ছিলেন কিরণমালা দেখায় মগ্ন। পরে খোকসা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে ঋতুর ভস্মীভূত মরদেহ উদ্ধার করে। সাইমা বেরিয়ে আসতে পারলেও তার শরীরের অর্ধেকের বেশি দগ্ধ হয়। তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অগ্নিকাণ্ডে শিশু নিহতের খবর শুনে সেখানে তাৎক্ষণিকভাবে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্থা (ইউএনও) রেবেকা খান। তিনি শোকাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
আল-মামুন সাগর/এসএস/পিআর