মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ০৯:৩২ এএম, ২০ আগস্ট ২০১৬

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার খোঁয়াজপুর গ্রামের নুর আলম হাওলাদারের ছেলে নীরব ও তালতলা এলাকার সালাম মাতুব্বর।

মাদারীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, সকাল ৯টার দিকে খোঁয়াজপুর এলাকায় দুই বছর বয়সী শিশু নীরবকে একটি ইজিবাইক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Madaripur

এদিকে বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার এলাকায় কাভার্টভ্যান ও নসিমনের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় অন্তত দুজন আহত হয়।

ওসি জিয়াউল মোর্শেদ আরো জানান, আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।