শরীয়তপুরে ঘূর্ণিঝড়ে আহত ১০


প্রকাশিত: ০৯:১৯ এএম, ২১ আগস্ট ২০১৬

শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবায় ঘূর্ণিঝড়ে শতাধিক ঘর-বাড়ি ভেঙে প্রায় ১০ জন আহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে হাজী অসিম উদ্দিন মাদবর কান্দি, মঙল মাঝির কান্দি, মঙল মাঝির ঘাট ও পানিপাড়া গ্রামে হঠাৎ করে ঘূর্ণিঝড় আঘাত হানে। এসময় ঘর থেকে দ্রুত বের হতে গিয়ে সোবাহান বেপারী, হাকিম বেপারী, হাসনা বেগমসহ প্রায় ২০ জন আহত হন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ছগির হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।