পাল্টা-পাল্টি শোক দিবস পালিত : নেতাদের খাবার ভিআইপি


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২১ আগস্ট ২০১৬

শরীয়তপুর জেলার সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে পাল্টা-পাল্টি শোক দিবস পালিত হয়েছে। সেই সঙ্গে গণভোজে নেতাদের খাবার ভিআইপি করা হয়েছে। একই ইউনিয়নে সাতটি স্থানে শোক দিবস পালন করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা।

রোববার বিকেল ৩টার দিকে রুদ্রকর ইউনিয়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা উপলক্ষ্যে শোক দিবসে আলোচনা সভা, মিলাদ ও গণভোজের আয়োজন করেছে রুদ্রকর ইউপি আয়য়ামী লীগ।

এ নিয়ে রুদ্রকর ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী ও রুদ্রকর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাভানা আক্তারের স্বামী মোক্তার হোসেন চৌকিদার রুদ্রকর ইউনিয়নে সাতটি স্থানে পাল্টা পাল্টি শোক দিবস পালন করেন।

রুদ্রকর ইউনিয়ন আওয়ামীলীগের সামনে কার্যালয়, রুদ্রকর ইউনয়ন পরিষদ মাঠ, আমিন বাজার, মাকসাহার, আমতলি, বড় সোনামূখী, ঘোড়ার ঘাট স্থানগুলোতে গণভোজের আয়োজন করা হয়।

শোক দিবসে আশা নাম সাধারণ মানুষ জানায়, রুদ্রকর ইউনিয়ন আওয়ামী লীগের সামনে কার্যালয় মাঠে রুদ্রকর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী অনুষ্ঠান শেষে যে গণভোজের আয়োজন করেন। তাতে আমাদের মোটা চালের খিচুড়ি খাওয়ানো হয়। আর নেতাদের খায়ানো হয়েছে চিকন চাল, ভুনা গরুর মাংস, কই মাছ ও ইলিশ মাছ ভাজা।

রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী বলেন, আমরা সুন্দরভাবে শোক দিবসে ৪৫ ডেগ খাবার পরিবেশন করেছি। অতিথির জন্য তো একটু ভালো খাবার দিতেই হয়।

Shariatpur

রুদ্রকর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাভানা আক্তারের স্বামী মোক্তার হোসেন চৌকিদারকে বার বার ফোন করে যোগাযেগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে শোক দিবসের বক্তব্যে বলেন, হাবিব ঢালী ও নাভানা এমপি ও তার স্বামী মোক্তার চৌকিদার একত্রে এই ইউনিয়নে একস্থানে শোক দিবস পালন করলে ভালো হতো। আমরা দলের ভেতরে কোনো বিভক্তি চাই না। আমরা চাই সবাই একত্রে থাকতে।

এ সময় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমিন কোতোয়াল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, জেলা আন্তঃ বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার, জেলা ছাত্রলীগের আহবায়ক মো. মহসিন মাদবর প্রমুখ।

মো. ছগির হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।