চুনারুঘাটে শিশু খুন : মা-দাদীসহ আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:০৫ এএম, ২২ আগস্ট ২০১৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে ৭ মাসের শিশুকে হত্যা করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা সাড়ে ৩ বছরের বড় বোনকেও গুরুতর জখম করা হয়।

রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহত শিশুর মা ও দাদীসহ ৩ জনকে আটক করেছে।

পুলিশ ও প্রতিবেশীরা জানায়, ভোরে হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশু ইফা আক্তারের মরদেহ উদ্ধার এবং গুরুতর আহত রিফা আক্তারকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়। পরে মুমূর্ষু অবস্থায় রিফাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের মা মিলন আক্তার, তার দাদী নূর চান বিবি ও প্রতিবেশী মীর মর্তুজ আলীকে আটক করেছে পুলিশ। তবে তাদের বাবা লিটন মিয়া পলাতক রয়েছে।

পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করে জানান, হত্যাকাণ্ডটি রহস্যজনক। কিছুদিন আগে ওই গ্রামের একটি সংঘর্ষের ঘটনার সঙ্গে এটির সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এখলাছুর রহমান খোকন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।