নেছারাবাদ ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট নির্বাহী কর্মকর্তা বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৫ এএম, ২২ আগস্ট ২০১৬

ঝালকাঠি নেছারাবাদ ইসলামী কমপ্লেক্সের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা মাওলানা শহিদুল ইসলামকে বরখাস্ত করেছে কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী।

ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, অর্থের অপচয় ও প্রতিষ্ঠানের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে সোমবার বিকেল ৩টায় তাকে বরখাস্ত করা হয়েছে।

ঝালকাঠি এনএস কামিল মাদরাসার আল-হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মাওলানা মো. আবু বকর ছিদ্দীক জানান, স্বার্থ পরিপন্থী ও ক্ষমতার অপব্যবহারের দায়ে নেছারাবাদ ইসলামী কমপ্লেক্স ট্রাস্টের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা মাওলানা শহিদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে সোমবার ৩ ঘণ্টা ব্যাপী মাদরাসা পরিচালনা কমিটি ও শিক্ষকদের নিয়ে আলোচনা সভা হয়। আলোচনা ও মতামতের ভিত্তিতে বিকেল ৩টায় তাকে বরখাস্তাদেশ প্রদান করেন পরিচালনা কমিটির সভাপতি। সেইসঙ্গে মাদরাসা কমপ্লেক্স ট্রাস্টের নির্বাহী কর্মকর্তার পদটিও রদ করা হয়েছে।

তবে এ ব্যাপারে মাওলানা শহিদুল ইসলাম বলেন, ওখানে অনেক কষ্ট হয়। দিনে ১৮ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়। শারিরীক অসুস্থতার জন্য দীর্ঘ মেয়াদী ছুটি নিয়েছি।

আতিকুর রহমান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।