বিদ্যুৎস্পৃষ্টে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
প্রতীকী ছবি
নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সুইট হোসেন (৩০) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার জোনাইল পাগলা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সুইট নিজ দোকানের পাশে বাবলা গাছে বৈদ্যুতিক বাল্ব ঝুলাতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে গাছ থেকে নিচের রাস্তায় ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুইট জোনাইল পারবোর্নি গ্রামের মৃত ময়েনউদ্দিন মাস্টারের ছেলে তিনি।
রেজাউল করিম রেজা/এআরএ/পিআর