ঝালকাঠিতে চলছে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট


প্রকাশিত: ১২:৪১ পিএম, ২৩ আগস্ট ২০১৬

বেতন-ভাতা বাড়ানোসহ চার দফা দাবিতে ঝালকাঠিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ কর্মসূচি শুরু করেন ঝালকাঠির নৌযান শ্রমিকরা।

জানা যায়, সোমবার রাত থেকেই ঝালকাঠির সকল নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। পণ্যবাহী নৌযান বন্ধ থাকায় দ্বিতীয় কোলকাতা খ্যাত দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বন্দর ঝালকাঠির ব্যবসায়ীরা দুর্ভোগে পড়েছেন।

পাশাপাশি নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে পণ্য উঠা নামার কাজও করতে পারছে না অন্য শ্রমিকরা। এদিকে ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো জাহাজ ছেড়ে যায়নি।

ঝালকাঠি লঞ্চঘাট ইজারাদার মো. আব্দুল হক খলিফা বলেন, নৌযান শ্রমিকদের নূন্যতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সোমবার রাত থেকে নৌযান শ্রমিক ধর্মঘট চলছে। সরকারের নির্ধারিত মজুরি আমরা পাচ্ছি না। তাই সারা দেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঝালকাঠির নৌযান চলাচল বন্ধ রয়েছে। মালিক পক্ষ আমাদের দাবি না মানলে এ ধর্মঘট চলবে।

মো. আব্দুল হক খলিফা আরো বলেন, যতক্ষণ পর্যন্ত চার দফা দাবি মেনে নেয়া না হবে, ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের এই অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে।

মোঃ আতিকুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।