লালপুরে নৌকাডুবিতে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২৩ আগস্ট ২০১৬

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া বাজারের আদূরে পদ্মা নদীতে খেয়া নৌকাডুবিতে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো ১০ জন নিখোঁজ রয়েছেন। নাটোরের ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।  

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার বিলমাড়িয়া এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে নিখোঁজদের স্বজনরা বিলমারিয়া ঘাটে ভিড় জমায়।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, মহরকয়া গ্রামের মৃত মহম্মদ তালুকদারের ছেলে ভাষান আলী (৩২), মৃত মসলেম উদ্দিনের ছেলে আরজেদ আলী (৪৩), কমপো মন্ডলের ছেলে বেলাল হোসেন (৪৫), নাসিম উদ্দিনের ছেলে জামরুল ইসলাম (২৫) ও চকবাদকয়া গ্রামের মৃত রহমান আলীর ছেলে চান্দের আলী (৫০), মৃত লাল চাঁদ মন্ডলের ছেলে জামাল উদ্দিন (৪৮), এবং চকডাকোপ গ্রামের আছান আলী (৩৮)।

নিখোঁজদের মধ্যে বিকেল সোয়া ৫টার দিকে মোহরকয়া গ্রামের কমপো মন্ডলের ছেলে বেলাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে ৭০/৮০ জন যাত্রী নিয়ে একটি খেয়া নৌকা পদ্মার চরের মাঠে কাজ করতে যাচ্ছিলেন। বিলমাড়িয়া বাজারের ঘাট থেকে নৌকাটি ছেড়ে মাঝ নদীতে গিয়ে ডুবে যায়। যাত্রীদের অনেকে সাঁতরিয়ে তীরে উঠলেও অন্তত ১০ জন নিখোঁজ রয়ে যায়। খবর পেয়ে নিখোঁজদের স্বজনরা নদীর ঘাটে এসে আহাজারি করে।
 
রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল সোয়া ৫টার দিকে বেলাল হোসেন নামে এক জনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। বাকিদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম, বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।