নাইক্ষ্যংছড়িতে ছাত্রলীগ নেতাসহ ৩ জন অপহৃত
বান্দরবানের বাইশারী-ঈদগড় সড়কে যাত্রীবাহী বাস থামিয়ে ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে ধুংচাকাটা এলাকা থেকে তারা অপহৃত হয় বলে জানিয়েছে পুলিশ ।
অপহৃতরা হলেন- বাইশারী ইউনয়িন ছাত্রলীগ নেতা মো. রাশেদ (২৮), ব্যবসায়ী মো. নেজাম উদ্দিন (২৬) ও আলীক্ষ্যং মৌজার হেডম্যানের মুহুরী মাওলানা হাবিবুর রহমান (৫৫)।
অপহৃত নুরুল কবিরের ছোট ভাই তাহের মুর্শেদ জানান, বাস থামিয়ে মুখোশধারীরা আমার ভাইকে অপহরণ করে নিয়ে গেছে।
বাইশারী তদন্ত কর্মকর্তা এসআই আবু মুছা জানান, সশস্ত্র মুখোশধারী সন্ত্রাসীরা ধুংচাকাটা এলাকায় বাসের গতিরোধ করে অপহরণ করে গভীর অরণ্যে নিয়ে যায়। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সৈকত দাশ/এসএস/এমএস