বিজিবি আন্তঃ সেক্টর জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও
পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর অঞ্চলের আন্তঃ সেক্টর জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নে এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের ব্যবস্থাপনায় চূড়ান্ত খেলায় ঠাকুরগাঁও সেক্টর ৫টি স্বর্ণ ও ৪টি রৌপ্য পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং রাজশাহী সেক্টর ৩টি স্বর্ণ ও ৩টি রৌপ্য পদক পেয়ে রানার্সআপ হয়।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ঠাকুরগাঁও সেক্টরের সিপাহি কাইয়ুম হাসান সেরা খেলোয়ার ও সিপাহি ইলিয়াস হোসেন সেরা নবীন খেলোয়ার নির্বাচিত হন।
বিজয়ীদে মাঝে পদক তুলে দেন বিজিবির রংপুর অঞ্চলের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমদ চৌধুরী।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী, ১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম ও মো. নওশাদ উপস্থিত ছিলেন।
সফিকুল আলম/এফএ/এবিএস