ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন ঝালকাঠি বন্দরের ব্যবসায়ীরা
বেতন-ভাতা বাড়ানোসহ ১৫ দফা দাবিতে সারা দেশে চলমান নৌ ধর্মঘটে মারাত্মক দুর্ভোগে পড়েছেন দ্বিতীয় কলকাতা খ্যাত দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বন্দর ঝালকাঠির ব্যবসায়ীরা।
২২ আগস্ট রাত ১২টার শুরু হওয়া এ ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নৌ চলাচল বন্ধ করে দিয়েছেন ঝালকাঠির নৌযান শ্রমিকরা। আর এতেই চরম দুর্ভোগে পড়েছেন ঐতিহ্যবাহী বন্দর ঝালকাঠির ব্যবসায়ীরা। নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে পণ্য ওঠানামার কাজও করতে পারছেনা অন্য শ্রমিকরা।
এদিকে ধর্মঘটের আজ চতুর্থ দিনেও ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো লঞ্চ। এছাড়া অভ্যন্তরীণ নৌ-রুটেও সকল ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে ঝালকাঠি থেকে দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে নৌপথে যাতায়াতকারী জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছেন।
ঝালকাঠি লঞ্চঘাট ইজারাদার মো. আব্দুল হক খলিফা জানান, নৌযান শ্রমিকদের মজুরি নূন্যতম ১০ হাজার টাকা নির্ধারণ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ পুননির্ধারণ, নৌপথে সন্ত্রাসী-ডাকাতি-চাঁদাবাজি বন্ধ ও নদীর নাব্যতা রক্ষাসহ মোট ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত দাবিগুলো মেনে নেওয়া না হবে, ততক্ষণ শ্রমিকদের এই অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে।
আতিকুর রহমান/এফএ/এমএস