যারা দেশকে ধ্বংস করতে চায় তাদের সঙ্গে ঐক্য নয়


প্রকাশিত: ১১:৪২ এএম, ২৭ আগস্ট ২০১৬

যারা দেশকে ধ্বংস করতে চায় তাদের সঙ্গে কোনো ঐক্য নয় উল্লেখ করে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বাঘ আর হরিণের যেমন ঐক্য হয় না তেমনি বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ঐক্য হবে না।

শনিবার কুড়িগ্রাম উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণের মাধ্যমে কৃষি পুনর্বাসন কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াত নিষিদ্ধের কাজ চলছে। আমরা অবৈধভাবে কিছু করি না। সবকিছু আইনের মাধ্যমেই হবে।

অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব মইনুদ্দিন আব্দুল্লাহ, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান নাসিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহা-পরিচালক হামিদুর রহমান, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার তবারক উল্লাহ্, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী প্রমুখ।

এর আগে সকালে কৃষিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করেন।

কুড়িগ্রামে ১৬ হাজার ৬৫০ জন কৃষকের কৃষি পুর্ণবাসন কর্মসূচির মোট বরাদ্দকৃত ৯ লাখ ৯২ হাজার টাকা। এর মধ্যে তিন হাজার কৃষককে সাত লাখ ৮০ হাজার টাকার শাক-সবজির বীজ এবং ৩১৮ জন কৃষককে দুই লাখ ১২ হাজার টাকার রোপা আমনের চারা বিতরণ করা হয়।

নাজমুল হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।