স্বাধীনতাবিরোধীরাই অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে


প্রকাশিত: ০৭:২২ এএম, ২৮ আগস্ট ২০১৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে কোনো আইএস নেই। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে স্বাধীনতাবিরোধী ও ৭৫ এর ঘাতকরাই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। কিন্তু তারা সফল হতে পারবেন না। সংগ্রামী জনতার কাছে ৭১’র মতো আবারো পরাজিত হবে তারা।

রোববার নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় পলাতক অন্য জঙ্গিদের শিগগিরই গ্রেফতার করা হবে আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ জেগে উঠেছে। জঙ্গিবাদের বিরুদ্ধে যে জনযুদ্ধ শুরু হয়েছে, বিজয়ের মধ্য দিয়েই তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে।

মন্ত্রী বলেন, এক সময় রক্তাক্ত জনপদ খ্যাত এ নাটোর অঞ্চলেই জঙ্গিবাদের উত্থান হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নাটোর এখন শান্তির ও উন্নয়নের জনপদে পরিণত হয়েছে। সাম্প্রতিককালে যে জঙ্গি তৎপরতা শুরু হয়েছে তা বাংলাদেশের একার সমস্যা নয়। সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন বৈশ্বিক সমস্যা। তাই এ সমস্যার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে দেশের জনগণের মধ্যে ইতোমধ্যেই ঐক্য গড়ে উঠেছে। সমাজের প্রতিটি স্তর থেকেই জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ উঠেছে। শান্তির ধর্ম ইসলাম কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে না। বাংলার সাধারণ মানুষই জঙ্গিবাদকে নির্মূল করবে।

নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম আজাদ, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান ও পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এরআগে, স্বরাষ্ট্রমন্ত্রী নাটোর সদর থানার  ১ কোটি ৭২ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে নব-নির্মিত ভবনের উদ্বোধন শেষে থানা চত্বরে এক সুধীসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

রেজাউল করিম রেজা/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।