শিক্ষকের উপর হামলার বিচারের দাবিতে সমাবেশ


প্রকাশিত: ১০:৩০ এএম, ২৯ আগস্ট ২০১৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জে দুর্বৃত্তদের হাতে শিক্ষক হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে কালিগঞ্জ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর অংশগ্রহণে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।   

এ সময় বক্তব্য রাখেন কালিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক কৃষ্ণচন্দ্র সরকার, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবারক আলী বিএসসি, কালিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল, কালিগঞ্জ নুরানি মাদরাসার প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, শিক্ষক জরিনা বেগম, উম্মে কুলসুম কেয়া প্রমুখ।
    
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের সময়সীমা বেঁধে দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আসামিরা গ্রেফতার না হলে বড় ধরনের কর্মসূচি দেয়া হবে ঘোষণা দেন তারা।  

উল্লেখ্য, গত শনিবার দুপুরে ডায়নারপার উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক ও কালিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ইমাম আব্দুল গনির ওপর হামলা চালিয়ে জখম করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ছয়জনকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে। আসামিরা হলেন- মফিজুল হক (২৩), রিয়াজুল ইসলাম (৪৫), রুহুল আমিন (৫০), এমদাদুল হক (৩০), খাইরুল ইসলাম (২২) ও ফারুক হোসেন (২০)।

ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

নাজমুল হোসেন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।