মতলবে সেপটিক ট্যাংকে অজ্ঞাত নারীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১১:১৪ এএম, ৩০ আগস্ট ২০১৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ডুবগী গ্রামের প্রবাসী ইয়াছিন প্রধানের বাড়ির সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত (২৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সেপটিক ট্যাংকের ভেতরে পথচারীরা এক নারীর পা দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধারকৃত মরদেহের পা ওড়না দিয়ে বাঁধা ছিল।

মতলব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মজুমদার জাগো নিউজকে জানান, উদ্ধারকৃত অজ্ঞাত নারীকে অন্য কোথায়ও হত্যা করে এখানে মরদেহ ফেলে যায় হত্যাকারীরা। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা করা হবে এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশ বেশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

ইকরাম চৌধুরী/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।