ফেনীতে দুইটি মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩ এএম, ৩০ আগস্ট ২০১৬

ফেনীতে দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার রাতে ফেনী সদর উপজেলার ফাজিলপুরে আব্দুল মুন্সীঘাট এলাকায় নদীর পাশে নিয়ে নিজ ভাগ্নে মনছুরু আলমকে গলাকেটে হত্যা করে নুরুল আলম। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সকালে নদীর পাশে ঝোপের মধ্যে মনছুরের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। এসময় পুলিশ হত্যার অভিযোগে নুরুল আলমকে গ্রেফতার করা হয়। তিনি আলী আহমদ সওদাগর বাড়ি (হানারগো বাড়ির) মফিজের ছেলে। বাবা মারা যাওয়ার পর থেকে মনছুরের পরিবার দীর্ঘদিন ধরে নানার বাড়ি বসবাস করছিল।

একই দিন বেলা ১১টায় ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের এলনা পাথর এলাকা থেকে এক দিন মজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ওই এলাকার বকু মিয়ার বাড়িতে কাজ করার জন্য চারজন দিনমজুরকে আনে বকু মিয়া। দুদিন কাজ করার পর সোমবার বিকেলে তিন দিনমজুর টাকা নিয়ে বাড়ি চলে যায়।

সকালে ওই এলাকার এক জমিতে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ছাগলনাইয়া থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুর রহিম মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে বকু মিয়া পলাতক।

মহামায়া ইউনিয়ন চেয়ারম্যান শাহ গরীব হোসেন চৌধুরী বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।

জহিরুল হক মিলু/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।