স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি
মাত্র ২০ টাকার জন্য পরীক্ষা দিতে না দেয়ায় শিক্ষকদের অপমান সইতে না পেরে চাঁদপুর সদরে বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাথী (১৩) আত্মহত্যা করেছে। এ ঘটনায় চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের নির্দেশে মঙ্গলবার বিকেলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক হলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান। এছাড়া চাঁদপুর সদর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও চাঁদপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সদস্য করা হয়েছে।
তিন সদস্যের তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই জাগো নিউজকে জানান, ঘটনার ব্যাপারে জেলা প্রশাসক খুবই মর্মাহত। তিনি তদন্ত কমিটি গঠন করেছেন। আশা করা হচ্ছে তদন্তে প্রকৃত তথ্য বের হয়ে আসবে।
সোমবার দুপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মধ্য বাগাদী গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সাথী।
পরিবারের অভিযোগ, পরীক্ষার ফি পরিশোধ না করায় আগের দিন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন সাথীসহ কয়েকজন শিক্ষার্থীকে রোদে দাঁড় করিয়ে শাস্তি দেন। এতে অপমানিত হয়ে সে আত্মহত্যা করেছে।
ইকরাম চৌধুরী/এএম/এবিএস