সন্তান হত্যার দায়ে বাবা ও সৎমায়ের ফাঁসি


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ৩১ আগস্ট ২০১৬

নাটোরে ৮ বছরের শিশুকে হত্যার দায়ে বাবা ইমদাদুল হক মিলন ও সৎমা নাহিদাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
মামলার বিবরণীতে জানা যায়, পারিবারিক কারণে ইমদাদুল হক মিলন তার প্রথম স্ত্রী কুলসুম বেগমকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রী নাহিদার সঙ্গে বড়াইগ্রাম উপজেলার কামারদহ গ্রামে বসবাস করতেন। গত বছরের ২৭ আগস্ট সৎমা নাহিদা ইমনকে শ্বাসরোধে হত্যা করেন। পরে বাবা ও সৎমা মিলে মরদেহ গোপনের চেষ্টা করেন।

এ ঘটনায় ইমনের মা কুলসুম বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। পরে সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক ইমনের বাবা এবং সৎমায়ের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন।

মামলার রায়ের সময় ইমনের বাবা উপস্থিত থাকলেও সৎমা পলাতক।

রেজাউল করিম রেজা/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।