চাঁদপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা : বিচারের আশ্বাস শিক্ষাসচিবের


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

চাঁদপুরে স্কুলছাত্রী সাথি আক্তারের আত্মহত্যার ঘটনায় ঘটনাস্থল ও স্কুল পরিদর্শন করে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও এ ঘটনার প্ররোচনাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন।

এসময় তিনি বলেন, স্থানীয়ভাবে তদন্ত হচ্ছে। পূর্ণাঙ্গ তদন্ত করে যাতে অপরাধীরা কোনো ভাবেই ছাড়া না পায় এবং প্রকৃত অপরাধী সনাক্ত হয় ও বিচারের আওতায় আসে সংশ্লিষ্টদের সেই নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, শিক্ষাসচিবের আগমনে সাথীর মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।

বিদ্যালয়ের শিক্ষকরাও দাবি করেছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন আসল ঘটনা উঠে আসে এবং কোনো ভাবেই যেন অন্য শিক্ষকরা হয়রানির শিকার না হয়।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, গঠিত ৩ সদস্যের তদন্তে দলের আহ্বায়ক চাঁদপুর সদর উপজেলা র্নিবৃাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানসহ ২ সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম উপস্থিত ছিলেন।

ইকরাম চৌধুরী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।