সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত


প্রকাশিত: ০১:০৪ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৬

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই সন্তানসহ এক মা নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে বাংলাবান্ধা-ঢাকা মহাসড়কের জগদল চারমাইল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলো, জগদল এলাকার নুনিয়া পাড়া গ্রামের আব্দুল গফুরের স্ত্রী আনজুয়ারা বেগম, তার মেয়ে শারমিন বেগম (১৫) এবং ছেলে আহাদ আলী (১২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে অটোরিকশায় করে একই পরিবারের তিনজনসহ আরো কয়েকজন একটি বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের চারমাইল এলাকায় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনজুয়ারা বেগম এবং তার মেয়ে শারমিন বেগম এবং আহাদ আলী মারা যায়।

Panchagarh

গুরুতর অবস্থায় রশিদুল (২৮), বাবলিসহ (১৫) তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সফিকুল আলম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।