ফেনীর সেই আকাশকে পুলিশের কাছে হস্তান্তর


প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক আলোচিত ১০ ট্রাক অস্ত্র সংক্রান্ত একটি মামলার আসামি ও জামায়াত শিবির কর্মী পেয়ার আহমেদ আকাশকে ফেনী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার ফেনীর দাগনভূঞা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের কাছে তাকে হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার রাতে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে মালয়েশিয়া পুলিশ।

গত ১৯ আগস্ট মালয়েশিয়ার পুচং এর একটি বাসা থেকে আকাশকে আটক করে সেদেশের পুলিশ। এর আগে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি।

আলোচিত ১০ ট্রাক অস্ত্র থেকে খোয়া যাওয়া একে-৪৭ রাইফেল বিক্রি করার সময় ২০০৫ সালের ১৮ সেপ্টেম্বর ফেনীতে আকাশসহ তিনজন র্যা বের হাতে গ্রেফতার হন। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওই সময় জিজ্ঞাসাবাদে আকাশ জানান, পুলিশের সার্জেন্ট আলাউদ্দিন ও সার্জেন্ট হেলাল উদ্দিনের সহায়তায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে তিনি অস্ত্রগুলো বিক্রি করেন।

এরপর এক-এগারের রাজনৈতিক পট পরিবর্তনের সময় আকাশ জামিন পেয়ে পালিয়ে মালয়েশিয়া চলে যায়। ইন্টারপোলের হুলিয়া মাথায় নিয়ে সেখানেও তিনি জামায়াতের রাজনীতি যুক্ত হন। আকাশ দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের  বাসিন্দা।

আকাশের মামা আব্দুল কাদের বলেন, আকাশ নির্দোষ। মালয়েশিয়ায় ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী এস এম রহমান পারভেজ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন।

জহিরুল হক মিলু/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।