সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অবস্থান কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি আব্দুর রবের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
রোববার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে গৃহীত এ কর্মসূচিতে জেলার প্রায় ৭০ জন সাংবাদিক অংশ নেন। পরে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক শামসুল ইসলাম, আনোয়ার হোসেন, ডাবলু কুমার ঘোষ, শহিদুল হুদা অলক, ইমতিয়ার ফেরদৌস, আহসান হাবীব, আমিনুল ইসলাম, আব্দুস সাত্তার, নূর মোহাম্মদ,অলিউল হক, কায়সার আহমেদ প্রমুখ।
আব্দুল্লাহ/এফএ/এমএস