শরীয়তপুরে ভিমরুলের কামড়ে মা-ছেলে আহত


প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা গ্রামে ভিমরুলের কামড়ে মা-ছেলে আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, পোড়াগাছা গ্রামের নুর জামাল বেপারীর স্ত্রী ফাহিমা বেগম (২১) তার দেড় বছরের ছেলে রবিউল হাসান মাহিনকে নিয়ে সাদে কাপড় শুকাতে যান। এসময় শিশু মাহিন ছাদে থাকা পাটকাঠি টান দিলে ভিমরুলের বাসা ভেঙে যায়। এতে ভিমরুল উড়ে এসে ফাহিমা ও তার ছেলেকে কামড়াতে থাকে।

Sariotpur

এসময় চিৎকারে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের শরীয়তপুর সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা শরীয়তপুর সদর হসপাতালে ভর্তি আছেন।

ফাহিমার জা ইয়াসমিন বেগম বলেন, ফাহিমা ও মাহিনের চিৎকার শুনে আমরা ছুটে যায়। দুজনকে প্রায় ১০০ ভিমরুল কামড় দিয়েছে।

Sariotpur

ছগির হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।