ঝিনাইদহে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক


প্রকাশিত: ০৬:১৩ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার থেকে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে অটক করেছে র‌্যাব-৬। সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, বিষয়খালী গ্রামের জালাল উদ্দিন (২০) ও একই গ্রামের শরিফ হোসেন (৪৫)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহম্মেদ জানান, জালাল ও শরিফ হোসেনসহ এলাকার চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী মধ্যরাতে বিষয়খালী বাজারে গোপন বৈঠক করছিলেন।

খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।