পাখিগুলো ছেড়ে দিল জনগণ


প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

ঢাকা থেকে খাঁচা ভর্তি পাখি বিক্রি করতে এসে ঠাকুরগাঁওয়ে ধরা খেলেন সোহেল রানা নামে এক বিক্রেতা।

বুধবার বিকেলে শহরে খাঁচাবন্দি ১২টি লাল মাথা টিয়া ও ৪টি মুনিয়া পাখি বিক্রি করছিলেন ওই বিক্রেতা। এসময় স্থানীয়রা তাকে ধরে থানায় নিয়ে যায়। সেখানে পুলিশের উপস্থিতিতে পাখিগুলোকে মুক্ত করে দেয়া হয়।

Thakurgaon

এসময় থানা চত্বরে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, পাখিপ্রেমী রেজাউল হাফিজ রাহী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Thakurgaon

পাখি বিক্রেতা সোহেল রানা ঢাকার বাসিন্দা বলে জানা যায়। তিনি আর কোনো দিন পাখি শিকার এবং বিক্রি করবে না মর্মে অঙ্গীকার করলে তাকে ছেড়ে দেয়া হয়।

রবিউল এহসান রিপন/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।