কক্সবাজারে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবি
অবৈধপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার ভোর ৫টায় চ্যানেলের দক্ষিণে খুদিয়ারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
এখন পর্যন্ত ৩৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে। ট্রলারটি উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে তানভীর নামে কোস্টগার্ডের একটি উদ্ধাকারী জাহাজ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।
কোস্টগার্ড কর্মকর্তা এম এ হাশেম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শতাধিক যাত্রী নিয়ে এ ট্রলারটি ডুবে গেছে বলে তারা জেনেছেন। উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আংসাই থোই জানান, চট্টগ্রামের মাঝেরঘাট এলাকা থেকে বুধবার রাতে ট্রলারটি রওনা হয়। ট্রলারের শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।
বিএ/এমএস