নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ০৬:০৮ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬
প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলার খড়ড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আজগর মিনা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পাঁচজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালিয়ার খড়ড়িয়া গ্রামে মিনা ও মোল্যা বংশের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সকালে দুইপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে দুইপক্ষের সংঘর্ষ শুরু হলে মিনা পক্ষের আজগর নিহত হন।

এ ব্যাপারে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

হাফিজুল নিলু/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।