ঠাকুরগাঁওয়ে দেশি গরুর আমদানি বেশি


প্রকাশিত: ০৭:২৪ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬

ঠাকুরগাঁওয়ে পশুর হাটগুলোতে জমজমাট বেচাকেনা শুরু হয়েছে। এ বছর বিদেশি গরুর আমদানি কম হওয়ায় দেশি গরুর চাহিদা বেড়ে গেছে। আর এ সুযোগে গরুর চড়া দাম হাঁকাচ্ছেন খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

ফলে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা গরু না কিনে ফিরে যাচ্ছেন আবার অনেকে হাটেই আসছেন না।

অভিযোগের সুরে খামারিরা জানান, অন্যবারের চেয়ে এবার গরু পালতে বেশি খরচ হয়েছে। তাছাড়া গরুর খাদ্যের দামও বেশি। এজন্য এবার গরুর দাম তুলনামূলক বেশি। একটি গরুর পেছনে বছরে ১২ থেকে ১৩ হাজার টাকা খরচ হয়। তাই প্রতিটি গরু গড়ে ৪৫ হাজার টাকায় বিক্রি করতে না পারলে পোষাবে না।

Thakurgaon-Cow

অপরদিকে গরুর ক্রেতারা অভিযোগ করে বলেন, ভারতীয় গরু না আসায় এবার বেশি দামে গরু কিনতে হবে। গত বছর যে গরুর দাম ছিল ২৫ থেকে ৩০ হাজার টাকা এবার সে গরু ৪০ থেকে ৪৫ হাজার টাকা।

গরু বিক্রেতা সাদেকুল জানান, গত বছরের তুলনায় এবার হাটে দেশি গরু অনেক বেশি। দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা গরু দেখে চলে যাচ্ছেন। দেশি গরু পালতে অনেক খরচ হয়েছে। সেই তুলনায় ক্রেতারা দাম বলছেন না।

ক্রেতা হাফিজ উদ্দিন বলেন, গত বছরের তুলনায় এবার গরুর দাম ৫-১০ হাজার টাকা বেশি। কীভাবে গরু নেব ঈদের জন্য বুঝতেছি না। ভারতীয় গরু না থাকায় আমাদের দেশি গরুর ব্যবসায়ীরা গরুর দাম কমাচ্ছে না। তাই মনে হয় এবার বেশি দামে গরু কিনতে হবে।

Thakurgaon-Cow-Market

জেলা প্রাণিসম্পদ অধিদফতর সূত্র জানায়, জেলার সবচেয়ে বড় কয়েকটি হাট যেমন মাদারগঞ্জ, শিবগঞ্জ, ফাড়াবাড়ি, খোচাবাড়ি এই হাটগুলো সার্বক্ষণিক তদারকির জন্য ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে। যারা সার্বক্ষণিক রোগাক্রান্ত ও ক্ষতিকারক ওষুধে মোটাতাজাকরণ গরু চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেবে।

এছাড়া হাটে জালনোট শনাক্তকরণ মেশিন নিয়ে গোয়েন্দা পুলিশের তিনটি টিমও তৎপর।

জেলার মাদারগঞ্জ বাজারের ইজারাদার রানা বলেন, চড়া দামের কারণে ক্রেতারা সাপ্তাহিক গরুর হাটের দিন গরু দেখেই ফিরে গেছেন। বাজারে ওইদিন প্রচুর গরু উঠলেও তেমন বেচাকেনা হয়নি।

ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পশুসম্পদ কর্মকর্তাদের সহযোগিতায় এই জেলায় যত গরু লালন পালন করা হয়েছে, তা এই জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকার চাহিদা পূরণ করতে পারবে। শুধু সুষম গোখাদ্য সরবরাহ করে এই অঞ্চলের গরু মোটাতাজাকরণ করার কারণে ঠাকুরগাঁওয়ে কুরবানির পশুর ব্যাপক চাহিদা রয়েছে।

রবিউল এহসান রিপন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।