সরকার জনবিচ্ছিন্ন হয়ে উদ্দেশ্যহীন পথে হাঁটছে
বর্তমান সরকার জনবিচ্ছিন্ন হয়ে উদ্দেশ্যহীন পথে হাঁটছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে জোর করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। কিছুদিন হয়তো যায়, কিন্তু দীর্ঘ সময় যায় না। এমনটা ইতিহাসেও নেই।
শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, গোটা দেশের মানুষ এখন ভাবছে আমি নিরাপদ কি না? কখন যে জঙ্গি ভেবে পুলিশ ধরে নিয়ে যায় তার কোনো নিশ্চয়তা নেই। এ সরকার বুঝে গেছে, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, জনবিচ্ছিন্ন হয়ে সরকার উদ্দেশ্যহীন পথে হাঁটছে।
বিএনপির মহাসচিব আরো বলেন, যে আওয়ামী লীগ সরকার এদেশ ও গণতন্ত্র গঠনে এতো অবদান রেখেছে, তারা আজ চরম দুরবস্থার মধ্য দিয়েই যাচ্ছে। কারণ তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। জনগণের ওপর আস্থা রাখতে পারছে না। ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে দেশ চালাচ্ছে।
মির্জা ফখরুল বলেন, জিয়ার পদক কেড়ে নেয়া আর গোটা জাতির পদক কেড়ে নেয়া একই কথা। যে ব্যক্তি স্বাধীনতার ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো না, সে ব্যক্তির পদক কেড়ে নেয়া জাতি কোনো দিনই মেনে নেবে না। এ পদক কেড়ে নিয়ে শুধু স্বাধীনতাকে অসম্মান করা হয়নি, সব মুক্তিযোদ্ধাকেও অসম্মান করা হয়েছে।
জিয়ার স্বাধীনতার পদক কেড়ে নিয়ে সরকার গণতন্ত্রের ওপর শেষ পেরেক মেরেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, বিএনপির সব নেতা এবং দেশবাসীকে এ বিষয়ে সোচ্চার হতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির সহ-সভাপতি ও ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, নূর করিম, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।
মো. রবিউল এহসান রিপন/এএম/আরআইপি