বান্দরবানে সেগুন কাঠ জব্দ
বান্দরবানে যৌথ অভিযানে ৬০০ ঘনফুট কাঠ জব্দ করেছে বিজিবি ও বন বিভাগ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তারাছা ইউনিয়নে অভিযান চালিয়ে এ কাঠ জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, অবৈধ কাঠ পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে তারাছা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসাইনের নেতৃত্বে হানসামা-জামছড়ি এলাকার রাস্তার আশে-পাশে বনবিভাগ ও বিজিবি যৌথভাবে অভিযান চালায়। অভিযানে রাস্তার পাশের ঝোপে লুকিয়ে রাখা প্রায় ৬০০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। এসব কাঠের গাঁয়ে বনবিভাগের কোনো ধরনের সিল ছিল না।
এ সময় উপস্থিত ছিলেন- বান্দরবান বিজিবি সেক্টরের নায়েক সুবেদার কাউছার আহমেদ, বান্দরবান সদরের বন কর্মকর্তা দেল আবরাব হোসেনসহ আরো অনেকে।
বান্দরবানের তারাছা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, অবৈধ কাঠগুলো জব্দ করে বান্দরবান বন বিভাগে নিয়ে আসা হচ্ছে।
সৈকত দাশ/এসএস/আরআইপি