বান্দরবানে অস্ত্রসহ ডাকাত আটক
বান্দরবানের সুয়ালকে দুইটি দেশীয় অস্ত্রসহ মো. বাবুল নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। তার বাড়ি চট্টগ্রাম জেলার লোহাগাড়া এলাকায়। রোববার বিকেলে সুয়ালক ইউনিয়নের মিঠাখালি এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গতকাল রাতে মিঠাখালি এলাকায় বাবুলসহ কয়েকজন ডাকাতি করতে আসে। স্থানীয় জনগণ এলাকায় ডাকাতির খবর পেয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় বাবুলকে আটক করে স্থানীয়রা।
এ সময় বাবুলের সহযোগীরা পালিয়ে যায়। খবর পেয়ে রোববার বিকেলে অস্ত্রসহ তাকে আটক করে বান্দরবান সদর থানায় নিয়ে আসে পুলিশ।
বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সৈকত দাশ/এএম/পিআর