মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আর নেই


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৬

নড়াইলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম আজাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার সকাল সাড়ে ৯ টায় যশোর শহরে ছেলের (ভাড়া) বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।

তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁ বয়স হয়েছিল ৮৪ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পৌর গেরাস্থানে তাকে দাফন করা হবে।

অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে কালিয়া থানার কলাবাড়িয়া গ্রামে মুক্তিকামী মানুষদের সংগঠিত করে প্রশিক্ষণের ব্যবস্থা করেন এবং নড়াইল মহকুমার কালিয়া থানা কমান্ডারের দায়িত্ব পালন করেন।

তিনি নড়াইল জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

হাফিজুল নিলু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।