পঞ্চগড়ে বন্ধু সম্মিলনে প্রবীণ শিক্ষকদের সংবর্ধনা


প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৬

‘বন্ধুরা মাতি আনন্দে, স্মৃতির আঙ্গিনায়’এই স্লোগানে পঞ্চগড়ে অনুষ্ঠিত বন্ধু সম্মিলনে প্রাক্তন এবং প্রবীণ শিক্ষকদের সংবর্ধনা দিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা। বুধবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এই বন্ধু সম্মিলন অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যায়ল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৯৯ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা এ সম্মিলনের আয়োজন করে।

এ উপলক্ষে সকালে আনন্দ শোভাযাত্রা নিয়ে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠান। এ সময় প্রবীণ শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীরা তাদের নানা স্মৃতির কথা তুলে ধরেন। অনেকে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে যান।

Panchagarh

এরপর জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন প্রবীণ শিক্ষককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মানুষ তৈরির কারিগর এসব শিক্ষকদের ফুল দিয়ে বরণসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রাক্তন শিক্ষার্থীরা।

সংবর্ধিত শিক্ষকরা হলেন- পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পঞ্চগড় এর শিক্ষক শ্রী জীবধন বর্ম্মণ, শহিদুল্লাহ খান বাবুল, মজিরুল ইসলাম, মো. এমদাদুল হক, মজিরুল ইসলাম, আফরোজ বানু, রেখা রানী দেবী, মাহমুদুল ইসলাম, চিনিকল উচ্চ বিদ্যালয়ের ময়নুল ইসলাম এবং চাকলাহা উচ্চ বিদ্যালয়ের ফিরোজুর রহমান। এদের মধ্যে অনেকেই বিভিন্ন সময়ে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন।

বন্ধু সম্মিলনের অন্যতম আয়োজক খালেদ শামস প্রধান রুম্মান বলেন, যেসব শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আলোর মুখ দেখেছি, তাদের অনেকেই আজ নেই। তবে যারা আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।  

সফিকুল আলম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।