ফেল করা ২ শিক্ষার্থী পেল জিপিএ-৫


প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬

বরিশালে এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষায় ৭৮ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে প্রথমবার প্রকাশিত ফলে অকৃতকার্য হওয়া ৩০ পরীক্ষার্থী পুনঃমূল্যায়নে উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে দুইজন জিপিএ-৫ পেয়েছে।

শনিবার পুনঃনিরীক্ষার এ ফল প্রকাশ করা হয়। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মু. আলমগীর জানান, গত ১৮ আগস্ট ২০১৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

ফলে সন্তুষ্ট হতে না পেরে ৫ হাজার ৭২৬ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন করে। আবেদনপত্র যাচাই-বাছাই করে মোট ৭৮ জনের ফল পরিবর্তন হয়। এর মধ্যে দুইজন জিপিএ-৫ পেয়েছে। একই সঙ্গে প্রথমবার প্রকাশিত ফলাফলে অকৃতকার্য হওয়া ৩০ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অপর ৪৬ জনের ফলের গ্রেড পরিবর্তন হয়েছে।

সাইফ আমীন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।