মহেশপুরে বাল্যবিয়ের ধুম


প্রকাশিত: ০৪:২৩ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬
প্রতীকী ছবি

ঈদুল আজহার ছুটিতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাল্যবিয়ের ধুম পড়েছে।

এলাকাবাসী সূত্রে ৬ জনের বিয়ের সন্ধান পাওয়া গেছে। ঈদুল আজহার লম্বা ছুটিতে অফিস আদালত বন্ধ থাকার কারণে এই সুযোগ কাজে লাগিয়ে ছেলে মেয়ের বয়স না হলেও বিয়ের আয়োজন করেছে। এ সকল বিয়ে কাজী দ্বারা রেজিস্ট্রি না হলেও মৌলভী বা নোটারি পাবলিক দ্বারা বিয়ে সম্পন্ন করেছে যা বাংলাদেশের আইন অনুযাযী বৈধ নয়।

প্রাপ্ত সূত্রে জানা গেছে, নাটিমা গ্রামের আ. খালেকের ৯ম শ্রেণি পড়ুয়া মেয়ে আইভির (১৬) শুক্রবার (১৬ সেপ্টম্বর) হাসাদাহ গ্রামে বিয়ে হয়, ফতেপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে শিলা খাতুনের (১৬) ১২ সেপ্টেম্বর রাতে কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামে পলাশের সঙ্গেবিয়ে হয়েছে।

এছাড়া নিমতলা গ্রামের আজিজুরের ৭ম শ্রেণি পড়ুয়া মেয়ে সোনিয়া খাতুনের (১৪) ১০ সেপ্টেম্বর দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে বিয়ে হয়, নেপা ইউপির বাউলি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে আরিফা খাতুনের (১৪)৮ সেপ্টেম্বর ঝিটকিপোতা গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মোমিনুরের সঙ্গে বিয়ে হয়

পুরন্দপুর গ্রামের নুরু মন্ডলের মেয়ে খাদিজা খাতুনের (১৪) একই গ্রামের জামাল মন্ডলের ছেলে ওমর আলীর সঙ্গে ৮ সেপ্টেম্বর বিয়ে হয়। মথুরা গ্রামের হায়দার আলীর স্কুল পড়ুয়া মেয়ে রাহেলার শুক্রবার বিয়ের আয়োজন করলেও সেটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় বন্ধ করতে সক্ষম হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, লুকিয়ে বাল্যবিয়ে দিলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।